স্কাউট কি?

 



স্কাউটিং কি এবং কেন?

স্কাউটিং হচ্ছে যুব সম্প্রদায়ের জন্য একটি শিক্ষামূলক গতিশীল এবং বয়স্ক নেতাদের সহায়তায় পরিচালিত আন্দোলন যা জাতি,ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের জন্য উন্মুক্ত বিশ্বব্যাপী  একটি অরাজনৈতিক আন্দোলন।


স্কাউটিং কেন?

যুব সম্প্রদায়কে শারীরিক, মানসিক, সামাজিক, বুদ্ধিবৃত্তিক আধ্যাত্মিক শিক্ষা দিয়ে স্থানীয়, জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে ব্যক্তিগতভাবে সুন্দর দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে স্কাউটিং।  


স্কাউটিংপদ্ধতি কি?

স্কাউটিং পদ্ধতি একটি ধারাবাহিক স্ব-শিক্ষামূলক প্রক্রিয়া যার উপাদানগুলো হচ্ছেঃ

(১) প্রতিজ্ঞা আইনের চর্চা এবং তার প্রতিফলন।

(২) হাতে কলমে শিক্ষা।

(৩) ছোট ছোট দলের সদস্য হিসেবে কাজ করা (যেমন ষষ্টক/উপদল পদ্ধতি)।

() ক্রমোন্নতিশীল উদ্দীপনামূলক বিভিন্ন কার্যক্রম (যেমন ব্যাজ পদ্ধতি)।

() বয়স্ক নেতার সাহায়তা।

() প্রকৃতি পর্যবেক্ষণ।


স্কাউট প্রোগ্রামের লক্ষ্য কি?

স্কাউট প্রোগ্রামের লক্ষ্যঃ

১। শেখার জন্য কাজ।

২।উপার্জনের জন্য শেখা।

৩।বাঁচার জন্য উপার্জন।

৪।সেবা কাজের জন্য বাঁচা।


স্কাউটিং কবে থেকে শুরু হয়?

১৯০৭ সাল থেকে স্কাউটিং শুরু হয়।


কোথা থেকে স্কাউটিং শুরু হয়?

লন্ডনের পোল হারবারে অবস্থিত ব্রাউনশ্রী দ্বীপ থেকে স্কাউটিং আন্দোলন শুরু হয়।


কে স্কাউটিং আন্দোলন শুরু করেন?

রবার্ট স্টিফেনশন স্মিথ লর্ড ব্যাডেন পাওয়েল অব গীলওয়ের নামের একজন ব্যক্তি।


বাংলাদেশ স্কাউট এর কয়টি শাখা রয়েছে ?

বাংলাদেশের তিনটি (৩) শাখা রয়েছে

১। কাব স্কাউট - স্কাউটিংয়ের প্রাথমিক স্তর ৬ থেকে ১০+ বছর বয়সী শিশুদের কাব স্কাউট বলা হয়।

২। স্কাউট- স্কাউটিংয়ের মাধ্যমিক স্তর ১১ থেকে ১৬+ বছর বয়সী কিশোর কিশোরীদের কে স্কাউট বলা হয়।

৩। রোভার স্কাউট- স্কাউটিং এর শেষ স্তর ১৭ থেকে ২৫ বছর বয়সী যুবক যুবতীদের রোভার স্কাউট বলা হয় এরা সাধারণত কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী।


স্কাউটিং এ অ্যাডাল্ট লিডার কাদের বলা হয়?

স্কাউটিং অভিজ্ঞ শিক্ষক, নেতৃত্বদানকারী অভিজ্ঞ ব্যক্তিত্ববর্গের অ্যাডাল্ট লিডার বলা হয়।


স্কাউটসের মূলমন্ত্র বা মটো কি?

স্কাউটসের মূলমন্ত্র বা মটোসেবার জন্য সদা প্রস্তুত থাকতে যথাসাধ্য চেষ্টা করা”।

 


ইংরেজিতে স্কাউটস এর মূলমন্ত্র বা মটো কেমন হবে?

ইংরেজিতে স্কাউটস এর মূলমন্ত্র বা মটো- Do your best to be prepared for service.


ইংরেজিতে স্কাউট (scout) বানানকে কী ভাবে ব্যাখ্যা করা যায়?

S= smart- চটপেটে।

C= Claver- চালাক।

O= Obedient- বিশ্বস্ত।

U= Universal- সার্বজনীন।

T= Truthful- সত্যবাদী।

 


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url

SVG Icons