ফ্রিল্যান্সিং কি- What is Freelancing?





বর্তমান বিশ্বে প্রায় মানুষ ফ্রিল্যান্সিং কাথাটির সাথে পরিচিত। আগে মানুষ বিশ্বাস না করলেও বর্তমানে মানুষ বিশ্বাস করে ঘরে বসে কম্পিউটারে কাজ করে আয় করা সম্ভব। ফ্রিল্যান্সিং একটি মুক্ত পেশা, আপনি আপনার মত করে  কাজ নিবেন এবং করবেন।


ফ্রিল্যান্স (কখনও কখনও ফ্রি-ল্যান্স বা ফ্রি ল্যান্স বানান), ফ্রিল্যান্সার, বা ফ্রিল্যান্স কর্মী, সাধারণত এমন একজন ব্যক্তির জন্য ব্যবহৃত শব্দ যা স্ব-নিযুক্ত এবং অগত্যা একটি নির্দিষ্ট নিয়োগকর্তার কাছে দীর্ঘমেয়াদী প্রতিশ্রুতিবদ্ধ নয়। ফ্রিল্যান্স কর্মীদের মাঝে মাঝে একটি কোম্পানি বা একটি অস্থায়ী সংস্থা দ্বারা প্রতিনিধিত্ব করা হয় যেটি ক্লায়েন্টদের কাছে ফ্রিল্যান্স শ্রম পুনরায় বিক্রি করে; অন্যরা স্বাধীনভাবে কাজ করে বা কাজ পেতে পেশাদার সমিতি বা ওয়েবসাইট ব্যবহার করে।


যদিও স্বতন্ত্র ঠিকাদার শব্দটি ইংরেজির একটি ভিন্ন রেজিস্টারে ব্যবহার করা হবে এই ধরনের কর্মীদের ট্যাক্স এবং কর্মসংস্থানের শ্রেণী নির্ধারণ করার জন্য, "ফ্রিল্যান্সিং" শব্দটি সংস্কৃতি এবং সৃজনশীল শিল্পে সবচেয়ে বেশি প্রচলিত, এবং এই শব্দটির ব্যবহার এতে অংশগ্রহণের ইঙ্গিত দিতে পারে। 


ক্ষেত্র, পেশা এবং শিল্প যেখানে ফ্রিল্যান্সিং প্রাধান্য পায় তার মধ্যে রয়েছে: সঙ্গীত, লেখালেখি, অভিনয়, কম্পিউটার প্রোগ্রামিং, ওয়েব ডিজাইন, গ্রাফিক ডিজাইন, অনুবাদ এবং চিত্রায়ন, ফিল্ম এবং ভিডিও নির্মাণ এবং অন্যান্য ধরণের কাজ যা কিছু সাংস্কৃতিক তাত্ত্বিকদের কেন্দ্রবিন্দু হিসাবে বিবেচনা করে জ্ঞানীয়-সাংস্কৃতিক অর্থনীতি।


আমরা বাংলাদেশে যারা বাস করি, তারা সবাই জানি বা মনে করি যে ফ্রিল্যান্সার ফ্রিল্যান্সিং বিষয়টা খুবই সহজ।  আমার কাছে যদি একটা স্মার্টফোন থাকে। আমার কাছে যদি একটা ল্যাপটপ থাকে তাহলে আমি অনেক টাকা ইনকাম করতে পারব কথাটা কিন্তু ঠিক না। কারণ অনলাইন থেকে ইনকাম করতে গেলে আপনাকে অনেক পরিশ্রম করতে হবে। আপনাকে অনেক কিছু শিখতে হবে আপনাকে অনেক কিছু জানতে হবে তারপরে আপনাকে কাজের সন্ধান করতে হবে। এবং তারপরের বিষয়টা হলো আপনি কি আসলে পাবেন।  ভাই আমি একটা কথা বলি মানুষ বলে যে অনলাইন থেকে ইনকাম করা খুব সহজ এটা ভুল কথা, অনলাইন থেকে ইনকাম করা আসলেই কঠিন কারণ অনলাইনে টাকা আয়ের রাখে নাই যে আপনি যাবেন আর আপনাকে দিয়ে দিবে আপনার যোগ্যতা অর্জন করতে হবে আপনাকে পরিশ্রম করতে হবে। তারপর আপনি অনলাইন থেকে ইনকাম করতে পারবেন, তারপর আমি বলবো গুরুত্বপূর্ণ বিষয় হল ধৈর্য। 


ধৈর্য্য: ফ্রিল্যান্সিং মার্কেট গুলোতে কাজ পাওয়া নির্ভর করে আপনার ধৈর্য্যের উপর। আপনি আজ প্রোফাইল তৈরি করে কালকে থেকে কাজ পাবেন এটা আশা করা সঠিক নয়।


লেগে থাকতে হবে ১ মাস, ২ মাস, ৩ মাস, ৪ মাস দেন আপনি কাজ পাওয়ার আসা করতে পারেন। এই ১ থেকে ৪ মাস পর্যন্ত আপনাকে ট্রাই করতেই হবে। আপনি ৪ মাস রেগুলার ট্রাই করলে যে কোন বায়ার আপনার কথায় রাজি হয়ে কাজ দিয়ে দিতে পারে।


শুধু এটাই বলার আছে ধৈর্য্য সহকারে লেগে থাকলে আপনার সফলতা আসবেই। সুতরাং ফ্রিল্যান্সিং কাজ করার জন্য তিনটি বিষয় খেয়াল রাখতে হবে এক, একটি কম্পিউটার বা ল্যাপটপ লাগবে, দুই সততার সাথে কাজ করতে হবে, তিন ধৈর্য্য ধারন করতে হবে

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url

SVG Icons