প্রার্থনা সংগীত। বাংলাদেশ স্কাউটস

 



বাংলাদেশ স্কাউটস এর প্রার্থনা সংগীত

গোলাম মোস্তফা

(এক)

অনন্ত অসীম প্রেমময় তুমি 
বিচার দিনের স্বামী
যত গুণগান হে, চির মহান
তোমারি অন্তরর্যামী।
দুলোকে-ভুলোকে সবারে ছাড়িয়া
তোমারি চরণে পড়ি লুটাইয়া
তোমারি সকাশে যাচি হে শকতি
তোমারি করুণা কামী।
সরল-সঠিক পুণ্য পন্থা
মোদের দাও গো বলি
চালাও সে পথে যে পথে তোমার
প্রিয়জন গেছে চলি ।
যে পথে তোমার চির অভিশাপ 
যে পথে বা ভ্রান্তি চির পরিতাপ 
হে মহাচালক মোদের কখন
করো না সে পথগামী।

(দুই)

এ খোদা দয়াময় রহমান রহিম
 এ বিরাট হে মহান হে অনন্ত অসীম
 নিখিল ধরণীর তুমি অধিপতি
 তুমি নিত্য সত্য পবিত্র অতি
 চির অন্ধকারে তুমি ধ্রুব জ্যোতি
 তুমি সুন্দরও মঙ্গলও মহামহিম
 হে খোদা দয়াময়.......
 তুমি মুক্ত স্বাধীন
               বাধা বন্ধহীন.........
 তুমি এক তুমি অদ্বিতীয় চিরদিন
 তুমি সৃজনও পালান ধ্বংসকারী 
তুমি অব্যয় অয় অনন্ত আদিম
 হে খোদা দয়াময়....
 আমি গুনাহগার পথ অন্ধকার
                                                     জালো নূরেরই আলো নয়নে আমার
 আমি চাই না বিচার রোজ হাশরের দিন 
চাই করুণা তোমারি, ওগো হাকিম
 হে খোদা দয়াময়.....।

(তিন)

বাদশা তুমি দ্বীন ও দুনিয়ার
হে পরওয়ার দিগার
সেজদা লওহে হাজার বার আমার 
হে পরোয়ার দিগার।
চাঁদ সূর্য আর গ্রহ তারা 
জিন ইনসান আর ফেরেশতারা
দিন রজনী গাহিছে তারা মহিমা তোমার
হে পরওয়ারদিগার। 
তোমার নূরের রওশনই পরশি 
উজ্জ্বল হয় যে রবি ও শশী 
রঙিন হয়ে ওঠে বিকশি
ফুল সে বাগিচার 
হে পরওয়ার দিগার।
বিশ্ব ভুবনে যা কিছু আছে
তোমার কাছে করুণা যাচে
তোমার ওই মাঝে মরেও বাঁচে 
জীবন সবার 
হে পরওয়ার দিগার।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url

SVG Icons