কাব স্কাউট প্রতিজ্ঞা কি?

 

কাব স্কাউট প্রতিজ্ঞা

আমি প্রতিজ্ঞা করছি যে,

আল্লাহ আমার দেশের প্রতি কর্তব্য পালন করতে

প্রতিদিন কারো না কারো উপকার করতে

কাব আইন মেনে চলতে

আমি আমার যথাসাধ্য চেষ্টা করব।

(জানার জন্যঃ-আল্লাহ” শব্দের পরিবর্তে নিজ নিজ ধর্ম বিশ্বাস মতে সৃষ্টিকর্তার নাম করা যাবে )

কাব স্কাউট প্রতিজ্ঞা ইংরেজিতে

Promise of Cub Scout :

I promise that I will do my best


to do my duty to Allah and my country
to good to other everyday and
to obey the Scout laws.


কাব মটো (Motto) কি? 

‘‘যথাসাধ্য চেষ্টা করা।’’ “Try to do your best.”

কাব আইন কয়টি  কী কী ? (বাংলায়)

কাব আইন দুটি  

. বড়দের কথা মেনে চলা। 

. নিজেদের খেয়ালে কিছু না করা।

কাব আইন (ইংরেজিতে)

Two laws of cub scouts :

1. to obey the elders. 

2. cub scouts do not work at their will.

কাব স্কাউট কি?

=স্কাউট আন্দোলনের প্রথম ধাপ বা প্রাথমিক স্তর কে কাব স্কাউট বলা হয়।

কত সালে কাব স্কাউটিং শুরু হয়

=হাজার ১৯১৪ সাল থেকে কাব স্কাউটিং শুরু হয়।

কত সালে কাব স্কাউটদের  জন্য বই প্রকাশিত হয়?

=১৯১৬ সালে কাব স্কাউটদের জন্য বই প্রকাশিত হয়।

কাব স্কাউটদের এর জন্য প্রকাশিত বইটির নাম কি?

=কাব স্কাউটদের এর জন্য প্রকাশিত বইটির নাম ”দ্যা উলফ কাব  হ্যান্ড বুক


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url

SVG Icons